ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

হাসপাতালে ভর্তি টালিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। যদিও সুস্থ হয়ে ফের কাজে ফিরেছিলেন অভিনেতা। তবে ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে সোহমকে।


জানা গেছে, গত ৯ নভেম্বর মীরাক্কেলের শ্যুটিং চালকালীন নাকি অসুস্থবোধ করছিলেন সোহম। এরপর বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা। মূলত পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহম, তার হালকা জ্বরও ছিল।ইন্ডাস্ট্রিতে হইচই পড়ে যায় সোহমের নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে। অভিনেতা ফের করোনা আক্রান্ত এমন রবও উঠছিল। তবে শুক্রবার সোহমের করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই খবর।


১৮ নভেম্বর থেকে রাজদীপ ঘোষের ছবিতে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সোহমের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু অভিনেতা অসুস্থ হওয়ার কারণে শ্যুটিং বাতিল হয়ে যায়। শনিবার (১৪ নভেম্বর) সকালে গণমাধ্যমকে অভিনেতা নিজের করোনা নেগেটিভ হওয়ার খবর নিশ্চিত করেন।


গত সেপ্টেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন সোহম। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় অল্প কিছুদিনের মধ্যেই সেরে ওঠেন অভিনেতা। সুস্থ হওয়ার পরেই আবার কাজ শুরু করেন তিনি। শ্রীমতীর শেষ পর্বের শ্যুটিং শেষ করেন, হইচইয়ের ওয়েব সিরিজ ‘দুজনে’র কাজও শুরু করেছিলেন সোহম। পাশাপাশি মীরাক্কেলের শ্যুটিং সারছিলেন।


সম্প্রতি পরিবারকে নিয়ে মন্দারমণি ঘুরতেও গিয়েছিলেন সোহম। তবে ফিরে এসে পেটের সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি অভিনেতা। সোহমের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ভক্তরা।দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক তাদের প্রিয় তারকা এমনটাই প্রার্থনা তাদের।

ads

Our Facebook Page